বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপ এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ রোভার স্কাউটস গ্রুপ পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২৫ ইং। অএ কলেজের সুযোগ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দিন কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ মোহসীন উদ্দীন রোভার স্কাউটস লিডার জনাব হেলাল উদ্দিন মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু এর দিকনির্দেশনায় এবং কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী সিনিয়র রোভার মেট সুদীপ্ত দাশ ওনার নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পূর্ণ হল। সার্বিক সহযোগিতায় : আল আলফাহ্ ইসলামী ব্যাংক লিঃ পিএলসি। ( বোয়ালখালী শাখা) সহযোগিতা করেছেন রনি বিশ্বাস , রানু মজুমদার সহযোগিতা করেছেন রোভার আতিক, রোভার তৌহিদুল ইসলাম নোমান, রোভার ফয়সাল চৌধুরী, রোভার সালমান, রোভার ফায়াদ, রোভার সাইফুল হাসান নিরব, রোভার জারিফ ফয়সাল, রোভার মো: ইয়াছিন, রোভার আনিসুল, /গার্ল ইন রোভার, আয়েশা আকতার, খুশি, নওরীন, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি পারভেজ সরকার পাভেল, এু – কাউন্সিল সভাপতি আবদুর রহমান খাঁন। SHARES সারা বাংলা বিষয়: