বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) সকাল ১০টা ৪৭ মিনিটে বিরামপুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নুজহাত তাসনীম আওন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মন্ডল মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বিরামপুর উপজেলা প্রশাসনের ওএস (অফিস সহকারী) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নেওয়া স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “সামছুদ্দিন মন্ডল ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও সাহসী যোদ্ধা। তার ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। SHARES সারা বাংলা বিষয়: