ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে ‘কনজ্যুমার ইউথ’ এর আলোচনা । দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ রবিউল হাসান ।। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা (দ্রব্যসামগ্রীর যথাযথ মূল্য নির্ধারণ ও সেলুন চালু ) নিয়ে কনজ্যুমার ইউথ ঢাকা কলেজ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সাথে সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমার ইউথ ঢাকা কলেজের সাধারণ সম্পাদক মোঃ মাহদীউজ্জামান মাহমুদ এর ব্যবস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় অধ্যক্ষ মহোদয়ের সাথে সাথে অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় ঢাকা কলেজে অবস্থিত ২ টি ক্যান্টিন, ১ টি ক্যাফেটেরিয়া এবং চায়ের দোকানের বিভিন্ন দ্রব্যসামগ্রীর যথাযথ মূল্য নির্ধারণ এবং ক্যাম্পাসে সেলুন চালুর বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যক্ষ স্যার খুব শিঘ্রই দ্রব্যসামগ্রীর যথাযথ মূল্য নির্ধারণ এবং সেলুন চালু করার আশ্বাস প্রদান করেছেন। SHARES সারা বাংলা বিষয়: