ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ নাজমুল হক।। ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান (সাবেক মেয়র কালিয়াকৈর পৌরসভা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি),বিশেষ অতিথি ছিলেন জনাবা উম্মে কুলসুম পুষ্প(সহকারী শিক্ষা অফিসার কালিয়াকৈর),মোঃ সাইদুর রহমান (সহকারী অধ্যাপক, কালিয়াকৈর ডিগ্রী কলেজ), হাজী আব্দুল খালেক (সভাপতি,ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুল), মোঃ বেলায়েত হোসেন (সাবেক কমিশনার ৫ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা),নাজমুল হক (প্রধান শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয় ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি),মোঃ লুৎফর রহমান (প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুল),মোঃ হাজী মো: সফিজ উদ্দিন (পরিচালক, সামি মডার্ন স্কুল ও যুগ্ম সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি),মোঃ আবু ইউসুফ (অধ্যক্ষ ও পরিচালক , আফাজ উদ্দিন মোল্লা স্কুল এন্ড কলেজ), মো: আরিফুল ইসলাম,(পরিচালক,খবির উদ্দিন পাবলিক স্কুল),মোহাম্মদ লোকমান হোসেন (প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্রাইট স্টার মডেল স্কুল), মোঃ জাহাঙ্গীর হোসেন (সাবেক প্রধান শিক্ষক,ডাইনকিনি আইডিয়াল পাবলিক স্কুল ),মোসাম্মৎ ফাতেমা ইসলাম(প্রধান শিক্ষিকা,ডানকিনি আইডিয়াল পাবলিক স্কুল),মোঃ শাহিন আলম (সিনিয়র শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয়) দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প,রশি ঘোরানো , বিস্কিট দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। তাদের প্রতিভা ও পারফরম্যান্সে উপস্থিত অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন। শিক্ষার্থীদের মনোবল বাড়াতে অতিথিরা বিভিন্ন সময়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফাতেমা ইসলাম অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন, “সফলতার জন্য অধ্যবসায় ও পরিশ্রমের বিকল্প নেই। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা এমন আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। দিনটি শিক্ষার্থীদের জন্য আনন্দ ও উদ্দীপনাময় হয়ে উঠেছিল। SHARES সারা বাংলা বিষয়: