চবিতে “একলা চলো রে” শাখার নতুন কমিটি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

তানভিন।। ২০১৬ সাল হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একলা চলো রে শাখা, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে। এছাড়াও বিভিন্নধরনের সেবামুলক কর্মসূচি ও পড়ালেখার সামগ্রী বিতরনের মত সেবামুলক কাজ করে আসছে। একলা চলো রে এর বার্ষিক সভা, ২৫ জানুয়ারি,২০২৫ রোজ শনিবারে সংগঠনের নতুন কমিটি প্রনয়ন হয়। উক্ত কমিটিতে মো: আইয়ুব আলী সভাপতি ও খন্দকার তানভীন কায়েস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া ৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন রিদওয়ানউল্ল্যাহ কাফী তানভীর, অর্থ সম্পাদক সাকিব খন্দকার, প্রচারনা সম্পাদক ইসরাত ইমা ও শিক্ষা ও পাঠদান সম্পাদক হিসেবে নির্বাচিত হন জারিন তাসনীম প্রিয়ন্তি ও আজমাইন রশিদ ইনান। সংগঠনটির বার্ষিক সভায় প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অপির নেতৃত্বে এ কমিটি প্রদান করা হয়। এসময় সাধারন সম্পাদক তানভীন কায়েস জানান যে, তারা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়নের জন্য বাচ্চাদের নিয়ে কাজ করে যাবে,এবং এমন আরো সেবামুলক কাজ করার প্রতিশ্রুতি দেন।