সরিষাবাড়ীতে গাছ ব্যবসায়ীর মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ কবীর আহমেদ।। জামাালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে আব্দুল মজিদ (৫৫) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মজিদ শনিবার সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী গেন্দারপাড়া গ্রামে গাছ কাটতে যায়। গাছ কাটার শেষ পর্যায়ে কর্তনকৃত গাছটি তাহার মাথার উপর পড়ে এবং তিনি গাছের নিচে চাপা পড়েন। গাছের আঘাতে তাহার তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। নিহতের পরিবারের লোকজন খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে যান। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া পড়ে। নিহত আব্দুল মজিদের ছেলে মোঃ আতিক মিয়া জানান, প্রতিদিন বাবা গাছ কাটতে যায় আবার ফিরে আসে। আজও বাবা ফিরে এসেছে কিন্তু জীবিত নয় লাশ হয়ে। এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। সরিষাবাড়ী থানার ওসি মোঃ চাঁদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া বিধায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: