বেতাগীতে আলহাজ্ব নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের শীতবস্ত্র ও রিকশা বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
অসীম দেবনাথ।। বরগুনার বেতাগীতে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট এবং বরগুনা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র ও রিকশা বিতরণ করা হয়েছে।ওই ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার তিনশত ষাট পরিবারের মাঝে শীত বস্ত্র এবং ২০ টি পরিবারের মধ্যে অটো রিকশা বিতরণ করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পৌর অডিটোরিয়াম কক্ষে উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন আলহাজ্ব নুরুল ইসলাম মনির ছোট ভাই মো: সাইফুল ইসলাম রনি জামাল, বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বেতাগী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো: শাহীন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম পান্না, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আলহাজ্ব মো: কামাল হোসেন খান, যুবদলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান নয়ন, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল খান, উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম খান, পৌর ছাত্রদলের আহবায়ক মাসুমসহ নেতৃত্ববৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত বিতরণ অনুষ্ঠানের আগে নেতাকর্মীরা বেতাগী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বাবলম্বী প্রকল্পের কথা তুলে ধরেন।