নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন এডভোকেট আমিনুল হক খান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
মো:মিনারুল ইসলাম।। গত ২৩ জানুয়ারি রোজ বৃহস্পতিবার নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব এডভোকেট আমিনুল হক খান মুকুল ও সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হয়েছেন জনাব এডভোকেট মাসুদ রানা চৌধুরী। এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি১ জনাব অ্যাডভোকেট শফিউল হক তালুকদার (কিরণ), সহসভাপতি২ জনাব দেওয়ান তাইমুর মোস্তফা, যুগ্ম সম্পাদক জনাব মো:মোশারফ হোসেন (তমাল),সহ সম্পাদক জনাব শামীম আহম্মেদ,লাইব্রেরী সম্পাদক জনাব আরিফ মোহাম্মদ (সিজার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জনাব আব্দুল কাইয়ুম (উত্থান),বিনোদন ও খেলাধুলা সম্পাদক জনাব মিজানুর রহমান (হান্নান), অডিটর জনাব আব্দুর রফিক (বাবুল),জনাব কলপ মিয়া সদস্য, জনাব রুহুল আমিন সদস্য, জনাব কে. এ.এম গোলাম রব্বানী সদস্য, জনাব মাহমুদুল হাসান (জনি)সদস্য, উক্ত নির্বাচনটি পরিচালনায় জনাব এডভোকেট আশীষ কুমার সিংহ, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।