কেন্দুয়ায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
কোহিনূর আলম।। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ শ্লোগানে নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্যে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ জানুয়ারী) আনুমানিক সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের অধিকার সভাপতি রহিছ উদ্দিনের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা ব্যবস্থাপক ও হিউম্যান রাইটস সংশ্লিষ্ট কোহিনূর বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন দিলদার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয়কারী আরিফুল ইসলাম আরিফ, শিক্ষক অনুকূল সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ, এলাকার স্থানীয় বাসিন্দাগণ, সম্মানিত ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ ।