সুন্দরগঞ্জে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া।। সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। যুবক সবুজ মিয়া ঐ গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর । তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানান, সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী। চার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে পরিবারের লোকজন মাইকিং করা সহ অনেক খোঁজাখুঁজির করেও তাঁর সন্ধান পাননি। এই অবস্থায় আজ (সোমবার ) সকালে তার গ্রামের মো. আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,বংশগত ভাবে তারা পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: