লালপুর উপজেলা স্থানীয় প্রশাসনের অভিযানে ভেজাল খেজুরের গুড় জব্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ শাহজালাল।। খেজুরের গুড়ের জন্য বিখ্যাত লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গুড় ও উপকরণ জব্দ করে। এ অভিযানে নেতৃত্ব দেয় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আরবাব পশ্চিম পাড়ায় এ অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও শমসের আলীর পুত্র হামিদুলকে (৩০) আটক করে লালপুর থানা। উক্ত অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো-খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করে প্রশাসন ।লালপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলবে।যাতে একটি ভ্রাম্যমাণ ল্যাব আসলে এ অভিযান আরো বেগবান হবে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান রাজু জানান, আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে আসামিদের। SHARES সারা বাংলা বিষয়: