কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কম্বল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
মুহাঃবাবুল হুসাইন।। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) কলেজ স্ট্যান্ড সংলগ্ন ৭নং ওয়ার্ড অফিসে সকাল ৭ টার সময়  মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ও তালসার জিটি কলেজের সিনিয়র লেকচারার শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মাওলানা মেহেদী হাসান, মুয়াজ্জেম হোসেন, বাজার মসজিদের খতিব মাওলানা আল আমীন প্রমুখ। পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম প্রত্যেক বিত্তবান মানুষের কাছে দুস্ত, অসহায় ও গরীব মানুষের সাহায্যের জন্য আহবান জানান।