চিলাহাটিতে সামাজ গড়ি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ আবু ছাইদ । । নীলফামারী জেলার চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সামাজ গড়ি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। সেখানে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়। সেখানে অত্র এলাকার গনি ও সুধীজন সহ স্থানীয় সর্বজনীনের উপস্থিতি ছিল। আজ শনিবার ১ ফেব্রুয়ারি ভোগডাবুরী ইউনিয়নের বিওপি বাজার এলাকায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ফরিদুল ইসলাম প্রধান চাঁদ ( ব্যবস্থাপনা পরিচালক ফার্স্ট কিওর হসপিটাল রংপুর ) এর উপস্থাপনায় চিলাহাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ত ম জহিরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর জলিল শাহিন প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটিএম জাফর সিদ্দিক লুলু বিশিষ্ট সমাজসেবক চিলাহাটি, আবিদ হাসান প্রধান পলাশ সহকারী শিক্ষক চিলাহাটি মার্চেন্স উচ্চ বিদ্যালয়, ফরিদুল ইসলাম রিমুন প্রিন্সিপাল গোমনাতি কলেজ, রাকিব আহসান প্রধান সাবেক চেয়ারম্যান ২ নং কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদ, মহব্বত হোসেন বাবু বিশিষ্ট সমাজসেবক চিলাহাটি, মুরাদ আলি প্রামানিক সাবেক চেয়ারম্যান ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ, রিয়াজুল ইসলাম কালু চেয়ারম্যান ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ, ডঃ শাকিল আহম্মদ রংপুর, ইঞ্জিনিয়ার তানিশা প্রধান নওশীন প্রমুখ। উল্লেখ্য যে এই সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান সমাজ গড়ী ফাউন্ডেশন এর মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা জাকির হোসেন প্রধান মিলন তিনি আমেরিকা প্রবাসী তেনার নিজ জন্মস্থান এবং নিজবাড়ী নীলফামারী জেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নে তিনি দেশের এবং এলাকার মায়ায় মানুষের জন্য কল্যাণময় কল্যাণকর কিছু করা যায় কিনা সে চিন্তা থেকে এ মহৎ উদ্যোগ নিয়েছেন। প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জাকির হোসেন প্রধান মিলন ওনার বক্তব্যে বলেন এই প্রতিষ্ঠানটি একটি আমেরিকান প্রতিষ্ঠান সেখানে আমার বন্ধু-বান্ধবদের দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি যে এরকম একটি প্রতিষ্ঠান আমার এলাকায় এলাকার মানুষের জন্য করা যায় কিনা সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম সুবিধা যেমন স্বাস্থ্য সেবা, খেলাধুলা, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সেবা, ধর্মীয় চর্চা, সামাজিক সচেতনতা ইত্যাদি আরো থাকবে বিভিন্ন রকম প্রশিক্ষণ যেমন, সেলাই, কারু পণ্য, কুটির শিল্প, কম্পিউটার প্রশিক্ষণ, হস্তশিল্প, নকশি কাঁথা, ইত্যাদি। প্রত্যেকটি মানুষের মধ্যে কোন না কোন ভাবে ছোটখাটো মেধা লুকিয়ে আছে সেসব মেধাকে কিভাবে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাটুকু আমি করতে চাই। আমার এই প্রতিষ্ঠানে একজন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রুবিনা আক্তার, ম্যানেজার সাবেদুল ইসলাম, ও কো-অর্ডিনেটর হিসেবে মোজাম্মেল হক সাহেবকে দায়িত্ব দেওয়া আছে তাদের সঙ্গে পরামর্শ করে সমাজের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে সমাজকে এগিয়ে যাবেন। সর্বোপরি আমরা আর পিছিয়ে পড়ার জগতে থাকতে রাজি নই নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে প্রত্যেককেই নিজ নিজ স্থান থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। পরিশেষে সভার সভাপতি আ তম জহিরুল ইসলাম উপস্থিত সর্বস্তরের সর্বজনের সুস্বাস্থ্যতা কামনা করে ” সমাজ গড়ি ফাউন্ডেশন ” এর শুভ উদ্বোধন ঘোষণা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। SHARES সারা বাংলা বিষয়: