শেরপুরের ঝিনাইগাতীতে পরিত্যক্ত সিনেমা হলে অসামাজিক নৃত্যের আসর ভেঙে দিলো পুলিশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ শান্ত শিফাত।। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকায় একটি পরিত্যক্ত সিনেমা হলে গোপনে আয়োজিত অসামাজিক ও অশ্লীল নৃত্যের আসর ভেঙে দিয়েছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে শেরপুর পুলিশ সুপারের নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই সিনেমা হলটিকে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন কে ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আসরটি ভেঙে দেন। অভিযানে পুলিশ কিছু মালামাল জব্দ করে, তবে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশ খবর পেয়েই পালিয়ে যায়।এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “পরিত্যক্ত সিনেমা হলটিকে বিভিন্ন সময় অসাধু লোকজন নানা অনৈতিক কাজের জন্য ব্যবহার করত। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতে এমন কার্যকলাপ বন্ধ থাকবে।” অন্য এক স্থানীয় ব্যক্তি জানান, “এ ধরনের কর্মকাণ্ড আমাদের সমাজের জন্য ক্ষতিকর। আমরা চাই, প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে এসব বন্ধ রাখুক।” ওসি মো. আল আমিন জানান, “অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি এ ধরনের কার্যকলাপ পরিচালনার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর থেকে এলাকায় ধর্মপ্রাণ মানুষদের পুলিশের প্রতি আস্থা বেড়েছে । স্থানীয়দের অনুরোধ, যেন ভবিষ্যতে এ ধরনের আয়োজন আর না হয় এবং অপরাধীরা আইনের আওতায় আসে। SHARES সারা বাংলা বিষয়: