দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সরস্বতী পূজা শুরু করছে বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এবং বন্ধু মহল।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামেঐতিহ্যবাহী ক্লাব বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এবং বন্ধু মহলের  উদ্যোগে শুরু হয়েছে সরস্বতী পূজা এবং পঞ্চমী মেলা। এখানে খুলনা বিভাগের সবচেয়ে বড় সরস্বতী পূজা এবং পঞ্চমী মেলা অনুষ্ঠিত হয়। আয়োজন করে কালিগঞ্জ থানার  সুনামধন্য দুটি প্রতিষ্ঠান প্রান্তিক সংঘ এবং বন্ধু মহল।  সকালে বাণি অর্চনার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়েছে। আগামীকাল পূজার কার্যক্রম শেষ হলেও মেলা চলবে আরো পাঁচ দিন। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার দোকান গুলো সজ্জিত হয়েছে মনোরম সাজে । আমন্ত্রণ  জানানো হয়েছে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সহ স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে। প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। থাকছে বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, চোখ ঝলসানো  লাইটিং। স্থানীয় মানুষজনের কাছে শুনে জানা গেল হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এখানে।৯ ফেব্রুয়ারি ২০২৫ প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠান শেষ  হবে।