চাটখিলে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
মোঃ হানিফ।।  নোয়াখালী চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের মমিনপুর  লঙ্গরপাড়া গ্রামের নুর মোহাম্মদ ডেগা বেপারির ছেলে কবির হোসেনের বিরুদ্ধে ঐ গ্রামের ফসলি জমির পার্শ্বে থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে ঐ এলাকার আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে গত রোববার বিকেলে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ করেছেন মমিনপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে রিয়াদ হোসেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কবির হোসেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে দাপট দেখিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। তার এ বালু উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সদ্য রোপিত  ইরি ধানের জমি ভাংগন শুরু হয়েছে। এই এলাকার অনেক কৃষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আকিব ওসমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে তা চাটখিল ও লক্ষ্মীপুরের সিমান্তবর্তী এলাকা। তাই  তিনি শাহপুর ইউনিয়নের তহসিলদার কে জরুরী ভিত্তিতে  ঘটনাস্থলে  অভিযোগে সত্যতা যাচাই করে দ্রুত  প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। প্রতিবেদন পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।