কলমাকান্দায় মাদ্রসার কর্মচারীর বিদায়ী সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
নাজমুলহুদা।। নেত্রকোনার কলমাকান্দায় মাদরাসার এক কর্মচারীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। আজ ২ ফেব্রুয়ারী রবিবার বেলা ১০ ঘটিকায় কলমাকান্দা আল- জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার কর্মচারী মো:আব্দুল হামিদ কে এই সংবর্ধনা দেয়া হয়।জানা যায় মো: আব্দুল হামিদ ১৯৮২ সালে কলমাকান্দা এই মাদরাসায় চাকুরী জীবন শুরু করেন।তখন এই মাদরাসটি এমপিও ভুক্তি ছিলো না।বিনা বেতনে তিনি এই মাদরাসায় তিনবছর চাকরি করেন।পরে এই মাদরাসাটি এমপিও ভুক্তি হয়।স্মৃতি চারন করতে গিয়ে মো:আব্দুল হামিদ  বলেন যে এই মাদরাসা এমপিও ভুক্তির জন্য আমি তখন কার সময়ে প্রায় বিশ হাজার টাকা খরচ করি। অধ্যক্ষ মো: আব্দুল হাই আখতারির সভাপতিত্বে। সহকারী শিক্ষক মুহাম্মদ এনামুল হক তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাও আবুল হাসেম,প্রভাষক মো: আমিনুল ইসলাম, প্রভাষক মো: কামাল হোসেন,সহকারী শিক্ষক মাও হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সৈয়দ আতাউর রহমান, সহকারী শিক্ষক শামসুন্নাহার, সহকারী শিক্ষক রেনুয়ারা খাতুন,সহকারী শিক্ষক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাও আলি উচমান,ইবতেদায়ী শিক্ষক মো:জয়নাল আবেদীন, মো:তাজিম উদ্দিন, অরঞ্জন সরকার,ক্বারি মো: জয়নাল আবেদিন, অফিস সহকারী মন্জুস আরা,কর্মচারী মো:আলমগীর হোসেন প্রমুখ।