বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ রিপন মিয়া সরকার।। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায়, রূপসদী গ্রামে স্থাপিত রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্র -ছাত্রীরা।প্রধান অতিথিকে স্কাউটের এবং বিদ্যালয়ের মেধাবী ছাত্র -ছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্মানিত ইউএনও ফেরদৌস আরা বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, প্রাথমিক বিদ্যালয়ের বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাজাহান হাওলাদার টিপু, এবং বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত ছিলেন রূপসদী ইউনিয়ন ভূমি অফিসার মোঃ হেলাল উদ্দিন সাহেব, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মো: নাসির মোল্লা, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান। উক্ত সভায় বক্তারা বলেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় প্রতিবছরের ন্যায় ভিন্ন আঙ্গিকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এবং বাঞ্ছারামপুর উপজেলায় রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় পড়াশোনার দিক থেকে অনেক ভাল রেজাল্ট করে আসছে ছাত্র ছাত্রীরা,পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও তারা অনেক এগিয়ে । বিভিন্ন ধরনের খেলাধুলায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পুরস্কার অর্জন করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নূর মুহম্মদ জমদ্দার স্যার। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল হালিম স্যার, আরও উপস্থিত ছিলেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। উপস্থিত ছিলেন রূপসদী গ্রামের জনসাধারণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসদী গ্রামের বিএনপি বাঞ্ছারামপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক মোঃ মুসা হায়দার সাথে আরও ছিলেন রূপসদী গ্রামের বিএনপি’র সভাপতি মোহাম্মাদ কুদ্দুস মেম্বার সাহেব উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এর পি টি এ কমিটির সম্মানিত সদস্য মনিরুল হক (কালা) মিয়া, অদুদ আহমেদ, মো: সেদু মিয়া,মোঃ শামীম আহমেদ, রিপন সরকার, মো: জামান আহমেদ, শিবু শংকর রায়, দেলোয়ার হোসেন,তানিয়া আক্তার, প্রমোখ। সারাদিন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে রূপসদী বৃন্দাবনের উচ্চ বিদ্যালয়ের মাঠটি যেন আলোকিত হচ্ছিল। SHARES সারা বাংলা বিষয়: