সখীপুরে অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ মনোয়ার হোসেন ।। সখিপুর উপজেলা প্রতিনিধি :টাঙ্গাইলের সখীপুরে মেসার্স রায়হান ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে অবৈধ এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সংবাদের গুরুত্বপূর্ণ লাইন :ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা উপস্থিত ছিলেন। ইটভাটার স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম ওই ভাটার লাইসেন্সসহ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইটভাটার চিমনিসহ ভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী বলেন, লাইসেন্সসহ অন্য কোন অনুমোদন না থাকায় ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।এর আগে গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা তিনটি ইট ভাটায় অভিযান চালান। অভিযান করে উপজেলার বহেড়াতৈল গ্রামে পূবালী ব্রিকস এর স্বত্বাধিকারী আব্দুর রহিমকে ২লক্ষ টাকা, বেড়বাড়ী জেডিএম ব্রিকস এর মালিক মো.আলমকে এক লক্ষ টাকা এবং একই গ্রামের এফ এফ থ্রি ভাটার মালিক নজরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন। SHARES সারা বাংলা বিষয়: