শিবগঞ্জে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মো: সাজু ইসলাম ।। বগুড়ার শিবগঞ্জে এক কৃষকের গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি করেছে চোরের দল।  চলতি মৌসুমে ৭০/৭৫ বিঘা জমিতে কৃষকদের আকাংখিত ফসল আলু ও ইরি ধানের জন্য জমি তৈরি কাজ ব্যাহত হবার আশংকা থানায় অভিযোগ।  অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় অবস্তিত হাটগাড়ী গ্রামের কৃষক দীর্ঘদিন যাবৎ গোকর্ন মৌজায় ফসলি জমিতে অগভীর নলকূপ স্থাপন করে সুষ্ঠভাবে সেচ কার্য্য পরিচালনা করে আসছে। চলতি মৌসুমে অত্র এলাকার ৪০-৪৫জন কৃষক ঐ অগভীর নলকূপ এর স্কীম থেকে সেচ কার্য্য নিয়ে চাষাবাদ করছেন। সরেজমিনে উক্ত গ্রামে গেলে অত্র গ্রামের কৃষক আবেদ হোসেন, আব্দুল মতিন, আরিফুল ইসলাম বলেন, অগভীর নলকূপের ট্রান্সফরমা চুরি হয়ে যাওয়ায় আমরা খুব দুঃচিন্তায় রয়েছি। কেননা আমাদের জমিতে ফসল রয়েছে। তারা অবিলম্বে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় পুনরায় অগভীর নলকূপ চালুর ব্যবস্থার জন্য জোর দাবী জানান। এব্যাপারে উক্ত অগভীর নলকূপ স্থাপনকারী কৃষক আবুল হোসেন সরকার বলেন,, আমি দীর্ঘদিন যাবৎ এই এলাকার কৃষকদের জমিতে সুষ্ঠভাবে ৭০/৭৫ বিঘা জমিতে সেচ কার্য্য পরিচালনা করে আসছি।  কিন্তু হঠাৎ করে গত শুক্রবার রাতে কেবা কাহারা অগভীর নলকূপের ট্রন্সফরমা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন। চুরির ঘটনায় আবুল হোসেন সরকার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।