স্যাটেলাইট ক্লিনিকে প্রাণ বাঁচলো রেজাউলের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ মোঃনিয়াজুল হাসান শাওন।। বাগেরহাটের এক গ্রামে ক্ষেতে কাজ করছিলেন রেজাউল ইসলাম নামের ৩৪ বছর বয়সী এক দিনমজুর। হঠাৎ সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই ক্ষেত থেকে বাগেরহাট সদর হাসপাতাল বেশ দূরে। এদিকে রেজাউলের অবস্থা মুমূর্ষু। স্থানীয় এক যুবক তখন রেজাউলকে লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্যাটেলাইট ক্লিনিকের খবর দেন। এই তথ্যের ভিত্তিতে মুসাফির মিজান নামের এক পল্লী চিকিৎসক বাবু মাঝি এবং শামিম নামের স্থানীয় দুই যুবকের সহযোগিতায় রেজাউলকে ভ্যানে করে ফাউন্ডেশনটির ফ্রি মেডিকেল ক্যাম্পে নিয়ে আসেন। ক্যাম্পে থাকা চিকিৎসক ডা. প্রদীপ কুমার বকশী রেজাউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেই রেজাউল এখন সুস্থতার পথে। রেজাউলের সুস্থতার এই যাত্রায় সবসময় সঙ্গে ছিল লতিফ মাস্টার ফাউন্ডেশনের একাধিক সেচ্ছাসেবী। এর আগে আমরা জানিয়েছিলাম লতিফ মাস্টার ফাউন্ডেশন কীভাবে বাগেরহাট জেলাকে বদলে দিচ্ছে। আজকের এই সংবাদটি স্যাটেলাইট ক্লিনিক সেবার ক্ষেত্রে একটি কেস স্ট্যাডি হতে পারে। এই ধরনের ক্লিনিক কীভাবে অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে-রেজাউলের ঘটনা তার একটি উদাহরণ। SHARES সারা বাংলা বিষয়: