মীর হোসাইন কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটিতে মীর হোসাইন কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে মীর হোসাইন কিন্ডারগার্টেনের আয়োজনে কৈলাটি ফতেপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মীর হোসাইন কিন্ডারগার্টেনের প্রধান উপদেষ্টা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও শিক্ষক বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রহিমা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল বাবলু প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মজিবুর রহমান কিবরী, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে । তাই নিয়মিত এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় । কেননা আজকের শিশু আগামী বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে । ক্রীড়া প্রতিযোগিতাগুলোর বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলো ক্যাঙ্গারু দৌড়, ব্যাঙ লাফ ও পুতুল নাচ । সবশেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, জ্ঞানের জন্যে এসো, সেবার জন্যে বেরিয়ে যাও- এমন শ্লোগানে ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে উক্ত প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ২০০৭ সালে ।