টেকনাফে অপহরণ করা ২ জন রোহিঙ্গা কিশোর উদ্ধার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মেহেদী হাসান আরফাত ।।  কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে অপহরণ করা ২ জন রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ক্যাম্পের পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন, টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ ব্লকের আব্দুস সালামের পুত্র মো. সাইফুল ইসলাম (১৫) ও একই ব্লকের আবেদ হোসাইনের পুত্র আব্দুল খালেক (১৭)। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অটোরিকশাচালক এক সহযোগীসহ টেকনাফের দিকে রওনা হয়। পথে ডাকাত হাসানের লোকজন তাদের অপহরণ করে নিয়ে যান। পরে ভিকটিমের পরিবারকে কল দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের পরিবার এপিবিএন ক্যাম্প ও থানায় এ অভিযোগ করেন।