নিকলীতে সোয়াইজনী টি ২০ ক্রিকেট লীগের যাত্রা শুরু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

রাখী গোপাল দেবনাথ । ।  কিশোরগঞ্জের নিকলীতে সোয়াইজনী স্পোর্টস ক্লাবের উদ্যোগে আজ সকালে মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজ মাঠে  ১২টি দল নিয়ে শুরু হলো ‘সোয়াইজনী টি২০ ক্রিকেট লীগ-২০২৫’ । ‘সোয়াইজনী টি২০ ক্রিকেট লীগ-২০২৫’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা  বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠু। উদ্বোধনী অনুষ্ঠানে কারার মোশাররফ এর সভাপতিত্বে ও কামরুল হাসান ও মো: মন্জিল মিয়া’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী ইউনিয়ন বিএনপির সভাপতি  হারুন- অল- কাইয়ুম,নিকলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মামুন মিয়া, উপজেলা জিসাস’র আহবায়ক মিয়া হোসেন , দৈনিক  নয়াদিগন্তের সিনিয়র স্পোর্টস রিপোটার মীর মোক্কাম্মেল আহসান, বংশাল সার্কেল কর কর্মকর্তা মুশফেকুর রহমান জোসেফ, গাজীপুর সার্কেল ভ্যাট কর্মকর্তা নাদিফ শাহারিয়ার সবুজ,রাঙ্গামাটির থানার ওসি হুমায়ুন কবির, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম,হবিগঞ্জ  বিএডিসি ‘র  ইন্জিনিয়ার এ এম রাকিবুল হক পাভেল, সাবেক ক্রিকেটার আবু ইমরান রানা সহ  বিভিন্ন দলের খেলোয়াড়-কর্মকর্তা, দর্শক-সমর্থক,  সাংবাদিকর ও গন্যমান্যব্যক্তিরা। আজকের খেলা পরিচালনায় আম্পায়ারিং করেন শেখ হুমায়ুন তালুকদার ও শেখ রাসেল। আয়োজকরা জানান, রঙিন পোশাক ও সাদা বলে ওয়ানডের টি ২০ নিয়মে ২০ ওভারের প্রতিদিনের খেলায় ৮টি দল পরষ্পরের বিরুদ্ধে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতি খেলায় সোয়াইজনী  স্পোর্টস ক্লাবের  পক্ষ থেকে  ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরষ্কার প্রদান করা হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে  পঙ্খিরাজ ক্লাব,নিকলী বনাম শহীদ জিয়া স্মৃতি সংঘ, ভাটিবড়াটিয়া। টস জিতে প্রথমে শহীদ জিয়া স্মৃতি সংঘ ব্যাটিং করে ৮৬ রানে অলআউট হয়।জবাবে পঙ্খিরাজ ক্লাব ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয় লাভ করে।  খেলা শেষে জয়সূচক ও মনোমুগ্ধকর ইনিংসের জন্য ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করেন পঙ্খিরাজ ক্লাবের মো: মাহিন।