সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

হাফিজ মোহাম্মদ হক।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়। প্রধান শিক্ষক মুহাঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শতাধীক কৃতী শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেন মোহাম্মদ আলতাফ হোসেন। এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আহসানউল্লাহ হাবিব, কন্ট্রোলার অধ্যাপক আবু তোরাব মোঃ হাসান, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সম্মানিত  অধ্যক্ষ মোঃ সেলিম রেজা ও প্রধান শিক্ষক উম্মে হানি মলি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল জলিল তালুকদার, এ. কে. এম রহমতুল্লাহ, কামরুল হাসান ও আনোয়ার হোসেন প্রমূখ।