চান্দিনার মাইজখারে দুই ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
খোকা চৌধুরী।। কুমিল্লার চান্দিনায় নিষিদ্ধ এলাকায় ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগে দুই ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনা করার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাইজখার এলাকার মেসার্স নিউ রয়েল থ্রি স্টার ব্রিকস ও বল্লাচর এলাকার মেসার্স নিউ রয়েল ব্রিকস নামে দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জোবায়ের হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন। রাতে পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জোবায়ের হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত দুই ইটভাটা নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মাইজখার এলাকার মেসার্স নিউ রয়েল থ্রি স্টার ব্রিকস মালিক কে ২ লাখ জরিমানসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানি দিয়ে আগুন নিভানো হয় এবং ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অপরদিকে বল্লাচর এলাকার মেসার্স নিউ রয়েল ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন জানান, চান্দিনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপজেলার ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।