রাঢ়ীখাল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ শরিফুল খান প্লাবন।। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ১৭ই ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী গ্রাম আদালতের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। আরও গ্রাম আদালত বিষয়ক বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদাল সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব জাহাঙ্গীর আলম। সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ইলিয়াস মিয়া, ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত আদিবাসী প্রতিনিধি, ও ইমামসহ প্রমুখ। ভিডিও প্রদর্শনীর বাড়ির কাছে গ্রাম আদালত বিষয়ক নাটক প্রদর্শন সহ একটি প্রাণ প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত ধারণ প্রদান করা হয় যা উপস্হিত জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। SHARES সারা বাংলা বিষয়: