ঝিনাইদহ প্রথম প্রহরে বিএনপির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
উন্মুক্তভাবে ১৬ বছর পর প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।
এ দিনটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর পালিত হয়, তবে আজ বিএনপির আয়োজন ছিল বিশেষ এবং তা পুরো শহরের নজর কেড়েছে। দিবসটি উপলক্ষ্যে সন্ধা থেকে বিএনপি নেতাকর্মীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের, গীতাঞ্জলি সড়কে বিএনপি অফিসে জড়ো হতে থাকেন। পরে রাত সাড়ে ১১ টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের পুত্র, কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ ইব্রাহিম রহমান বাবুর নেতৃত্বে প্রথম প্রহরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি গীতাঞ্জলি সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ঝিনাইদহ জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, মৎসজীবি দলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী। পরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন। পরে শুক্রবার দুপুরে ভাষা শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করা হয়। এতে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করা হয়। এদিকে ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়। এক যুবদল নেতা বলেন, ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় পুলিশের হয়রানি নির্যাতনের কারণে প্রকাশ্যে থাকতে পারি নি। দিবসগুলোর আগের দিন প্রশাসন বাড়ীতে বাড়ীতে গিয়ে তল্লাশি চালিয়েছে। নেতাকর্মীরা পালিয়ে থেকেছে। গুটিকয়েক নেতাকর্মী চুপিসারে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ১৬ বছর পর অধিকার ফিরে পেয়েছি। আমরা উন্মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ ইব্রাহিম রহমান বাবু বলেন, আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। এতে জেলা বিএনপির সবাই গর্বিত।