পাঁচবিবিতে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সাভাবিক রাখতে ওসির সাথে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
পাঁচবিবিতে সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা সাভাবিক রাখতে আজ ২৩ ফেরুয়ারী/২৫ ইং রবিবার রাতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মইনুল ইসলাম এর সাথে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুয়েল হোসেন,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক তারেক ইসলাম,পাঁচবিবি পূর্ব সাংগঠনিক থানা শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন ও পাঁচবিবি পাশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি আব্দুল মুকিত,পূর্ব সাংগঠনিক থানা শাখার সেকেটারী মোঃ সোহরাব হোসেন,পাশ্চিম সাংগঠনিক থানা শাখার সেকেটারী লাবিব শাহারিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ যেকোন সমস্যা মোকাবেলায় এক সাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন (ওসি) মইনুল ইসলাম। মতবিনিময় সভা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে নববর্ষের প্রকাশনা প্রদান করেন নেতৃবৃন্দ।