বগুড়া কাহালু বজ্রপাতে দিনমজুর নিহত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে যুগীর ভবন গ্রামের মাঠে দিন মজুর মোহাম্মদ আকন্দ(৫৫) নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আকন্দ, পিতাঃ মৃত বুলু আকন্দ, গ্রামঃ সিকনী, উপজেলাঃ সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা। তথ্য মতে জানা যায় মোহাম্মদ আকন্দ, গতকাল শনিবার, কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে কৃষি কাজ করার জন্য আসে। রোববার সকালে অনুমান ৮ টা ৪৫ মিনিটের সময় কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে যুগীর ভবন গ্রামের মাঠের কৃষক তোফাজ্জল বারী পিতাঃমৃতঃ শাজাহান এর জমিতে ইরি ধানের বীজতলা তোলার সময় হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাত ঘটলে মোহাম্মদ আকন্দ আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃতবরণ করেন।এই বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হান্নান।