ঝিনাইদহ আগুনে ১২ দোকান পুড়ে ছাই। 

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি দোকান পুড়ে গেছে
সোমবার (২৪ ফেব্রুযারী) ভোর সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়। যা মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দীপক হোটেলসহ মুদি, ইলেকট্রনিক্স, ও অন্যান্য দোকান সম্পূর্ণ বর্ষীভূত হয়েছে। প্রতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। হোটেলের ঘর মালিক তরিকুল ইসলাম জানান, আমার ঘর দুইটা ছিল। দুইটা ঘরই পুড়ে ছাই হয়ে গেছে এতে তার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কালিগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবেই শর্ট-সার্কিটের থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।