বগুড়া কাহালু উপজেলার নারহট্ট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ২০২৫।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

বগুড়ার কাহালু নারহট্র ইউনিয়নে নারহট্র বহুমুখী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য,আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কাহালু উপজেলা নির্বাহী মোঃ কাওছার হাবীব। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারহট্র বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মন্জুআরা (শাপলা), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান পৌর বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান (আনিস), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখ ম তোফাজ্জল হোসেন (আজাদ), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজার রহমান (বাবু) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম,আর এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ গোলাম রব্বানী,নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী, ও সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদ তালুকদার ,ছাত্র দলের সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন, সহ প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আবু রেজা মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহবুবুল আলম,বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।