কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
অরবিন্দ কুমার মণ্ডল।।
খুলনার কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির  কমিটি গঠন করা হয়েছে। কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক  রমেনদ্রনাথ রায়কে সভাপতি ও বড়বাড়ী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১ মার্চ শনিবার সকাল ১১ টায় কয়রা বাজরে সমিতির অস্থায়ী কার্য্যলয়ে  বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান  শিক্ষক গাজী আবুল বাশারের  সভাপতিত্বে  এক সভায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক  মনিশংকর মন্ডল, ও শরিষামুট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাশিদা খাতুন সহ সভাপতি, মালিখালী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক  প্রনব কুমার মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক, প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকার অর্থ সম্পাদক , মঠবাড়ী সিরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সহ অর্থ সম্পাদক এবং  কমিটির নির্বাহী সদস্য হলেন  গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান  শিক্ষক  বিকাশ চন্দ্র মন্ডল, সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যলয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশার, মঠবাড়ী সিরাজিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক বিপ্রদাস সরকার প্রমুখ।