রমজানের পবিত্রতা রক্ষায় নাজিরপুর ইউনিয়ন বাংলাদেশের জামাত ইসলামের উদ্যোগে স্বগত মিছিল অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
আজ গুরুদাসপুর উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতের ইসলামি উদ্দগে ১/৩/২৫ ইং তারিখে শনিবার বিকেল ৪ টার সময় আছর নামাজ পর  নাজিরপুর বাজার থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায়  দিনের বেলা পানাহার বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য  জনগনের সাধ্যের মধ্যে  রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর ইউনিয়নের উদ্দগে রমজানের স্বগত  মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলের নেতৃত্ব দেন, মোঃ আঃ আলিম, গুরুদাসপুর উপজেলা আমির,মোঃ হামিদুর রহমান সবুজ, নাজিরপুর ইউনিয়ন আমির, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে সিয়াম সাধনার মাস রমজানে খোদাভীরুতা অর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। স্বগত মিছিলটি নাজিরপুর বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে নাজিরপুর বাজার গোডাউন মোড়ে গিয়ে   পথ সভার মাধ্যমে  শেষ হয়।