রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন পাগলদের ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ফুটপাতে ভ্রাম্যমাণ আশ্রয় আবাসন স্থাপন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ শরিফুল ইসলাম।। পাবনার কাশিনাথপুরের ফাতেমা সিন্ডিকেটের উদ্যোগে কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল আলম খান টুটুলের নিজ অর্থায়নে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন পাগলদের ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করতে ফুটপাতে ভ্রাম্যমাণ আশ্রয় আবাসন স্থাপনের মত এমন মহতি কাজের প্রতি ভালোবাসা প্রসারিত করতে উক্ত কাজের শুভউদ্বোধনের জন্য ঢাকা থেকে পাবনায় ছুটে আসেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। সমাজসেবা অধিদপ্তর সবসময় সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১লা মার্চ দুপুরে পাবনা বেড়া উপজেলার কাশিনাথপুর সহ পাবনার বিভিন্ন স্থানে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন পাগলদের জন্য নির্মিত ভ্রাম্যমাণ আশ্রয় আবাসনের শুভউদ্বোধনের সময় এমন মন্তব্য করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। মানসিক ভারসাম্যহীন পাগলদের প্রতি এমন ভালোবাসার মহতী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ফাতেমা সিন্ডিকেটের স্বত্বাধিকারী কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল আলম খান টিটুল বলেন,আমরা সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে আসছি।সামনে ঝড় বৃষ্টির সময় তাই সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের পাশাপাশি রাস্তায় পড়ে থাকা পাগলদের জন্য কিছু করা উচিত। পাগলরাও রক্তে মাংসে গড়া মানুষ, তাদেরও কষ্ট হয়,সেই কষ্টের কথা চিন্তা করেই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করতে কাশিনাথপুর সহ পাবনার বেশ কিছু স্থানে পাগলদের জন্য ভ্রাম্যমান আশ্রয় আবাসন স্থাপন করেছি। এছাড়াও হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন অগ্রণী ভূমিকা সহ সমাজের যেকোনো অবক্ষয় ঠেকাতে আমরা বদ্ধপরিকর। এমন মহতী উদ্যোগ নেওয়ায় সুশীল সমাজের প্রশংসায় ভাসছেন ফাতেমা সিন্ডিকেট স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক শফিকুল আলম খান টিটুল। SHARES সারা বাংলা বিষয়: