ওসমানীনগরে জাতীয় ভোটার দিবস পালিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী।।
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে  জাতীয় ভোটার দিবস পালিত  হয়েছে। ২ মার্চ (রবিবার) সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে ভোটার  দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী আজমের পরিচালনার অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভীন, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, সমাজসেবা অফিসার জয়তী দত্ত, যুব উন্নয়ন অফিসার মইনুল ইসলাম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তারা ভোটারদের অধিকার, গণতন্ত্রের গুরুত্ব এবং সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে মতামত প্রকাশ করেন। নতুন ভোটারদের সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।