শ্রীমঙ্গল চা শ্রমিক বহনকারী পিকআপ উল্টে ২জন নিহত আহত১৮জন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ মোঃ ছায়েদ আলী।। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বহনকারী পিক আপ উল্টে প্রাণ গেল দুইজনের, আহত হয়েছেন ১৮ জন, এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক,অদ্য(৩ মার্চ২০২৫ ইং সোমবার) দুপুরে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক সাতগাঁও চা বাগানে ফ্যাক্টরির পাশে এ ঘটনা ঘটে, নিহত দুজন হলেন -বিশাল(১৭) এবং হৃদয়(২৫) প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা আমরাইল চা বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার সময়, ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ভাঙ্গা নামক স্থানে পৌঁছালে, পিকআপটি নিমন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এ সময় গাড়িতে থাকা ২০জন শ্রমিক আহত হয় তাৎক্ষণিক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার, সম্রাট কিশোর জানান, সোমবার সকাল দশটার দিকে ২০ জন আহত চা শ্রমিকদের নিয়ে আসেন, এরমধ্যে ৮জনের অবস্থা আশঙ্কাজনক তাই মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, হাসপাতালে আসার পথে দুইজন মারা গেছেন,সাতগাঁও হাইওয়ে থানার (ওসি মোঃ সাইফুল রহমান) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, এবং গাড়িটি আটক করে, হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: