আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনে গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫ সাধীন আলম হোসেন।। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলায় আজ (০৮ মার্চ) শনিবার বেলা ১১ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। “অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র্যালিটি শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও সমতার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নারীর উন্নয়ন ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, “নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সমতার ভিত্তিতে নারীদের এগিয়ে নিতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।” র্যালিতে আরও উপস্থিত ছিলেন, গোলাম সারওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর, মোছাঃ রেখা মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ উপজেলা কর্মকর্তা, কুটির শিল্পে কর্মরত মহিলা, নারী উদ্দোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা করেন। SHARES সারা বাংলা বিষয়: