বরগুনায় নারীর অধিকার নিয়ে জাগো নারী উইলি প্রজেক্ট কর্তৃক সাংবাদিকদের সাথে বৈঠক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

মোঃ শাহজালাল, বরগুনা।।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ নিয়ে উইমেন লিড ইমার্জেন্সিস (উইলি) প্রজেক্টের আওতায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার ১১ টার দিকে জাগোনারী পাঠশালা ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উইলি প্রজেক্টের বৈঠকে লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতে ১৯৭৫ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। মূলত আন্তর্জাতিক নারী দিবস আগে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস নামে পরিচিত ছিল। ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। এই থিমটি কেবল বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতিকে এগিয়ে নেওয়ার হাতিয়ার এবং উপায়গুলিকে স্বীকৃতি দেওয়ার বিষয়েই আলোচনা করে না, বরং নারীদের জন্য সমান সুযোগের পরিবেশ তৈরির জন্য বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার সম্মিলিত প্রচেষ্টারও আহ্বান জানায়। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়। নারীর অধিকার ও সামাজিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন অতিথি বৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন – মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক রূপ কুমার পাল, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ইউসুফ আলী, উইলি প্রজেক্টের ম্যানেজার রফিকুল ইসলাম , বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা প্রমূখ।