পাঁচবিবির আটাপুর জামায়াতের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

মোঃ আবু সুফিয়ান মুক্তার।।

পাঁচবিবির আটাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১০ মার্চ/২৫ ইং ৯ রমজান, সোমবার রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) এবং উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও আটাপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা ছামসুল আলম। এ ছারাও বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহাবুবুর রহমান,ইউনিয়ন সেক্রেটারী মোঃ আনিছুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।