মেডিক্যাল কলেজে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

অসীম দেবনাথ।।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বেতাগী উপজেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবছর দেশের বিভিন্ন মেডিক্যালে (এমবিবিএস) সুযোগপ্রাপ্ত মেধাবী তিন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন, বেতাগী পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুজ্জামান, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান, হবিগঞ্জ মেডিক্যাল কলেজে অধ্যায়নরত সংবর্ধিত শিক্ষার্থী অরণ্য হাসান রিয়নের বাবা ও দৈনিক কালোবেলা’র উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান কোয়েল সিকদার, মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে খাদিজা আক্তারের বাবা বেতাগী পৌরসভার স্বাস্থ্য কর্মী মো. জহিরুল ইসলাম, বৈষম্য বিরেধী ছাত্র আন্দোলনের মো. ইমরান হোসেন মুন্না। উপজেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী অরণ্য হাসান রিয়ন, মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজে সুযোগপ্রাপ্ত খাদিজা আক্তার এবং সাতক্ষীরা মেডিক্যাল কলেজে সুযোগপ্রাপ্ত সাবরিনা ছগির মিমকে সংবর্ধনার ক্রেস্ট তুলে উপজেলা নিবার্হী কর্মকর্তা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।