টঙ্গীতে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ ১১/০৩/২০২৫ইং সকাল থেকে টঙ্গী এলাকায় শ্রমিকদের বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। বকেয়া বেতন পরিশোধ ও কর্মপরিবেশ উন্নতির দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে আসে। বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও পণ্যবাহী যানচালকরা। বিকল্প সড়ক ব্যবহার করেও গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। SHARES সারা বাংলা বিষয়: