সাংবাদিক দম্পতির কন্যা ইন্নাস সাফার জন্মদিন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

শরিফুল খান প্লাবন।।

দৈনিক দেশ সেবা পত্রিকার শ্রীনগর উপজেলা প্রতিনিধি, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য শরিফুল খান প্লাবন ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের স্টাফ রিপোর্টার, ঢাকা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার রাকার একমাত্র কন্যা সন্তান ইন্নাস সাফা খানের জন্মদিন আজ। ২০২১ সালের ১২ই মার্চ শুক্রবার প্লাবন রাকার কুল জুড়ে আসে তাদের একমাত্র কন্যা ইন্নাস সাফা খান। ইন্নাস সাফার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আসলাম। সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন ইন্নাস সাফার পিতা-মাতা,ফুপু নানা- নানি, সহ সকল আত্মীয়-স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দোয়া কামনা করেন। ইন্নাস সাফার জন্মদিনে বাবা শরিফুল খান প্লাবন বলেন- প্রিয় আমার ছোট্ট রাজকুমারী, তুমি আজ আরো এক বছর বড় হয়ে গেলে, তোমার এই বিশেষ দিনটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে উঠুক। তোমার হাসি, তোমার খুশি, তোমার আনন্দ—সবকিছুই আমাদের জীবনের এক অন্যতম সুখ। আমি বাবা হিসেবে তোমাকে শুধু সঠিক পথ দেখানোর চেষ্টা করবো, কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ যা তোমার জন্য চাই, তা হলো সুখী এবং সফল জীবন। তুমি যেন প্রতিদিন আরও বেশি জ্ঞানী, ধৈর্যশীল ও সদয় হয়ে উঠো। আমি তোমার পাশে আছি, তোমার সব স্বপ্নের পেছনে। তোমার প্রতিটি দিন শুভ ও আনন্দময় হোক। মেয়ের জন্মদিনে মা স্বপ্না আক্তার রাকা বলেন – তোমার জন্মের দিনটি যেন আমার জীবনের সবচেয়ে বড় উপহার, একেকটা দিন কাটছে তোমার সাথে, তোমার ছোট ছোট হাসি, কথা, আচার-আচরণ, সবই আমার হৃদয়কে ভরে দেয়। আমি প্রতিদিন তোমার মধ্যে নতুন কিছু শিখি। তুমি আমার জীবনের এক অন্যতম আনন্দের উৎস। আজকের এই বিশেষ দিনে, আমি তোমার জন্য শুধু ভালোবাসা ও সুখ কামনা করি। তুমি যেন জীবনে কখনো হতাশ না হও, সবসময় শক্ত মনোবল নিয়ে চল, এবং কোনো বাধাই তোমাকে থামাতে না পারে। আল্লাহ তোমাকে সাফল্যমণ্ডিত জীবন দান করুক, তুমি যেন সবসময় ভালো, সৎ এবং সফল হয়ে উঠো। তোমার জীবন যেন সুপার, সুখী ও আশীর্বাদময় হয়।শুভ জন্মদিন আমার প্রিয় মেয়ে! তুমি আমার জীবনের সবচেয়ে বড় দ্যুতি, প্রতিটি মুহূর্তে তোমার সাথে কাটাতে চাই।