গুরুদাসপুর বাজার মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুর উপজেলার বাণিজ্যিক বাজার এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে ফলমূলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাজার মনিটরিং টিম অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২ দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ। বাজার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন, যেন কোনো অযৌক্তিক মূল্যে পণ্য বিক্রি না করা হয় এবং ক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত হয়। এসময় ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। কেউ যেন অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত বাজার তদারকি ও অভিযানের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা হবে। একইসঙ্গে ব্যবসায়ীদের সঠিকভাবে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: