মেহেরপুরে যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

মেহেরপুর প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুরে যুবদল নেতা মাহফুজের নেত্রীতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে এই ইফতারের আয়োজন করা হয়,এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। যুবদলের নেতা মাহাফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ ফাহিম, মোঃ নাজমুল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। রমজানের এই পবিত্র মাসে যুবদলের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।