ভাঙ্গায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০হাজর টাকা জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

ভাঙ্গা প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার নির্বাহী কর্মকর্তার মোঃ মিজানুর রহমান এর তত্ত্বাবধানে শুক্রবার ১৪ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া। এ বিষয়ে ভাঙ্গা সরকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া জানান, ভাঙ্গায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি সরকারি জায়গা ও কৃষি জমি নষ্ট করে এলাকায় থেকে মাটি কেটে বিক্রি করছে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি, অভিযানে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের একজনকে আটক করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।