খানসামা উপজেলায় জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ মো. আজিজার রহমান।। দিনাজপুরের খানসামা উপজেলায় “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫” শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, এমটিইপিআই অশোক রায়সহ অত্র হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, ১৫ মার্চ উপজেলার ১৪৬ টি সেন্টারে ৬ মাস-১১ মাস বয়সী ২৫৫৫ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২০৭৭২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া শিশুদের খাদ্য তালিকায় ভিটামিন ‘এ’ যুক্ত খাবার রাখতে অভিভাবকদের সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হবে। SHARES সারা বাংলা বিষয়: