আজমিরীগঞ্জে ভিটামিন এ পেল ১৭৮৪০ জন শিশু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ রামকৃষ্ণ তালুকদার।। আজমিরীগঞ্জ উপজেলায় মোট ১৭ হাজার ৮৪০ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শনিবার (১৫ মার্চ) সকালে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাররাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, ১২১ কেন্দ্রে বলেনন্টিয়ার ছিল ২৪০ জন সুপারভাইজার ১৫জন ও পরিদর্শনে ছিল ১৫ জন। লক্ষ্যমাত্রা (৬-১১) মাস বয়স শিশুদের নীল রংয়ের ক্যাপসুল ১৮১২ জন এর মধ্যে প্রতিবন্ধী ৬ জন কে খাওয়ানো হয়েছে । লক্ষ্যমাত্রা (১২-৫৯) মাস বয়স শিশুদের লাল রংয়ের ক্যাপসুল ১৬০৩৮জন এর মধ্যে প্রতিবন্ধী ৩৩জন কে খাওয়ানো হয়েছে । ওইদিন সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১২০টি কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি কেন্দ্র মোট কেন্দ্র ১২১টি ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। SHARES সারা বাংলা বিষয়: