জামায়াতে ইসলামী দামপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

রাখী গোপাল দেবনাথ।।

মঙ্গলবার (১৮মার্চ) কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী,  দামপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে দামপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা  জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মোঃ রমজান আলী।   বাংলাদেশ জামায়াতে ইসলামী, দামপাড়া ইউনিয়ন শাখার সভাপতি  মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী,দামপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক  আবু রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম,নিকলী উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল হোসেন ও নিকলী উপজেলা জামায়েতের সেক্রেটারি মাও রফিকুল ইসলাম।   প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মোঃ রমজান আলী বলেন বিগত ১৭ বছর আমরা প্রকাশ্য ইফতারী করতে পারি নাই। আমাদের  ধর্মীয় কাজগুলোর মধ্যেও ফ্যাসিসট হাসিনা বাধা দিয়েছে। আল্লাহ বিচার করেছে। আজ আমরা বাংলাদেশে ইফতারি করতেছি। ওনি এখন পরদেশে। কথায় আছে, সবুরে মেওয়া ফলে। এত দিন আমরা কষ্ট করেছি এখন আল্লাহ আমাদের সহায় হইছে। এছাড়াও ইফতারে  উপস্থিত ছিলেন দামপাড়া ইউনিয়ন বিএনপির  সভাপতি  ইঞ্জিনিয়ার আলী হোসেন,নিকলী উপজেলা জামায়াতে সাবেক আমির  ইসরাফিল সরকার  ,নিকলী উপজেলা জামায়াতের সাবেক আমির  আব্দুল্লাহ কাইয়ুম, নিকলী উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ মতিউর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ