গুরুদাসপুর উপজেলার ২ টি ইউনিয়নে এক সঙ্গে ভি জি এফ চাউল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
এস এম পারভেজ তালুকদার।।
গুরুদাসপুর উপজেলার ২ ইউনিয়নে এক সঙ্গে  ২০২৪ ও ২৫ অর্থ বছরের  মানবিক সহায়তা কর্মসূচি আওতায়  বিনামূল্যে   ভি জি এফ চাউল বিতরণ কার্যক্রম  ১৯/৩/২৫ ইং বুধবার সকাল ৯ টার সময় অনুষ্ঠিত হয় উক্ত ভি জি এফ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ১ নং নাজিরপুর ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রাং, উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নাজিরপুর ইউনিয়ন পরিষদ, ট্যাগ অফিসার  প্রদীপ কুমার, এছাড়াও নাজিরপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত ছিলেন, এসময় হতদরিদ্র মানুষের মাঝে  ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রতিটি মানুষ কে  ১০; কেজি করে চাউল বিতরণ করা হয়। নাজিরপুর ইউনিয়নে মোট ৩২১৬ জন কে ভি জি এফ  চাউল পেয়েছে। এ দিকে ২ নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদে  আজ সকাল ৯ টা৩০ মিনিটে ভি জি এফ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মিজানুর রহমান সুজা, চেয়ারম্যান বিয়াঘাট ইউনিয়ন পরিষদ, এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, প্রশাসনিক কর্মকর্তা বিয়াঘাট  ইউনিয়ন পরিষদ, এবং  ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য  উপস্থিত ছিলেন। ২৪/ ও ২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচিতে  বিয়াঘাট ইউনিয়নে ২ হাজার ৫ টি কার্ডের মানুষের মাঝে  ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।